Search
Close this search box.

পাসপোর্ট সংশোধনের দাবি প্রবাসী কর্মী ও শিক্ষার্থীদের

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email

নিউজ ডেস্ক:- যথাযথ তথ্যপ্রমাণ, জাতীয় পরিচয়পত্র, শিক্ষা সনদের সাথে মিল রেখে পাসপোর্ট সংশোধনের দাবি জানিয়েছে প্রবাসী কর্মী ও বিদেশগামী শিক্ষার্থীরা।

সকাল থেকে দেশের বিভিন্ন জেলার প্রবাসী কর্মী ও শিক্ষার্থীরা পাসপোর্ট সংশোধনের দাবিতে আগারগাঁও পাসপোর্ট অফিসের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন তারা।আন্দোলনকারীরা জানান, পাসপোর্ট অধিদপ্তরসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে ঘুরেও তারা পাসপোর্ট সংশোধন করতে পারছেন না। ফলে অনেকের ভিসার মেয়াদ শেষ হতে যাওয়ায় অনিশ্চয়তায় পড়েছেন তারা।

এ অবস্থায় যথাযথ তথ্যপ্রমাণ যাচাই-বাছাই সাপেক্ষে পাসপোর্ট সংশোধনের দাবি জানিয়েছেন তারা।

এর আগে গত ২৯শে সেপ্টেম্বর মঙ্গলবার ঢাকার আগারগাঁওয়ে বিভাগীয় অফিসে সক্ষমতার চেয়ে ই-পাসপোর্টের বেশি আবেদন জমা পড়ায় ছবি ও আঙুলের ছাপ নিতে দীর্ঘ সময় লাগে বলে জানিয়েছেন ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরের (ডিআইপি) মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আইয়ূব চৌধুরী। এ জন্য পাসপোর্ট সরবরাহেও বিলম্ব হচ্ছে। দ্রুত পাসপোর্ট পেতে নিজ নিজ এলাকায় ই-পাসপোর্টের আবেদন করার পরামর্শ দিয়েছেন তিনি।