মানিক মিয়া স্টাফ রিপোর্টার:- আগামী ২৬ মার্চের মধ্যেই শহিদ বুদ্ধিজীবীদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করা হবে। এমনটাই জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজ্জাম্মেল হক।
মঙ্গলবার সকালে রাজধানীর রায়ের বাজার বধ্যভুমি স্মৃতিসৌধে শহিদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা জানানোর পর তিনি সাংবাদিকের এ কথা জানান।
এ সময় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজ্জামেল হক বলেন, আমরা আশাবাদি যে, আগামী ২৬মে মার্চের মধ্যেই আমরা এই তালিকা প্রকাশ করতে পারব। যারা আমাদের মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছিল সেই সব দেশে বুদ্ধিজীবীদের হত্যাকারীরা পালিয়ে রয়েছে।
কূটনৈতিকভাবে চেষ্টা করছি, সেই আসামিদের দেশে ফিরিয়ে এনে শাস্তি নিশ্চিত করার।এদিকে, আজ শহিদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা।সকালে তাদের পক্ষ থেকে মিরপুর শহিদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধা জানানো হয়।
পরে একে একে শহিদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা জানান মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীসহ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা। এরপর শহিদ বেদি খুলে দেয়া হয় সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য। সাধারণ জনতা এ সময় শহিদ বেদিতে ফুল দিয়ে ১৯৭১ সালে বিজয়ে দারপ্রান্তে শহিদ হওয়া বুদ্ধিজীবীদের শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করে।
দেশকে কয়েক যুগ পিছিয়ে দিতে ১৯৭১ সালের এই দিনে পাকিস্তানি দখলদার বাহিনী বুদ্ধিবৃত্তিকভাবে নিঃস্ব করতেই বাংলাদেশের বুদ্ধিজীবীদের একটি বড় অংশকে পরিকল্পিতভাবে হত্যা করে। নৃসংশ এই হত্যার অর্ধশত বছর পেরিয়েছে।
স্বাধীন হয়েছে দেশ, মুক্ত হয়েছে বাংলাদেশের মানুষ। তবুও বছর ঘুরে ক্যালেন্ডারের পাতায় আজকের দিনটি বারবার বাংলার মাটিকে সিক্ত করে শহিদ বুদ্ধিজীবী পরিবারের চোখের পানিতে।





