Search
Close this search box.

মাদারীপুর হাতুড়িপেটা করে যুবককে হত্যা

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email

মাদারীপুর জেলা প্রতিনিধি:- মাদারীপুুর তুচ্ছ ঘটনার জেরে হাতুড়িপেটা করে অহিদ তালুকদার (৪০) নামে এক যুবককে হত্যা করা হয়েছে।

সোমবার রাতে মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নের মধ্য পেয়ারপুুর গ্রামে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। পরে মঙ্গলবার সকালে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় অহিদ তালুকদারের মৃত্যু হয়।

নিহত অহিদ তালুকদার মাদারীপুর সদর উপজেলার মধ্য পেয়ারপুুুর গ্রামের আক্কাস তালুকদারের ছেলে।স্থানীয় ও পুলিশ সুত্রে জানা যায়, সোমবার বিকেলে এলাকার মাঠে ক্রিকেট খেলা নিয়ে অহিদের ভাতিজার সাথে সাব্বিরের পক্ষের লোকের সঙ্গে কথা কাটাকাটি হয়।

এক পর্যায় অহিদ ও সাব্বিরের দু’পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। এরই জেরে সোমবার রাতে পেয়ারপুরের ধেরির বাজার থেকে রাত ১০টার দিকে অহিদ নিজ বাড়িতে ফেরার পথে ওঁৎ পেতে থাকা সাব্বিরের লোকজন অহিদকে হাতুড়ি পেটা করে ফেলে রেখে যায়।

এরপর আশপাশের লোকজন অহিদকে মাদারীপুর সদর হাসপাতালে নিয়ে আসলে আশঙ্কাজনক অবস্থায় তাকে ফরিদপুুর মেডিক্যালে কলেজ হাসপাতালে নিলেও সেখান থেকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হয়।

সেখানেই মঙ্গলবার সকাল ১১টার দিকে তার মৃত্যু হয়।অহিদ তালুকদারের মৃত্যুর পর এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো. কামরুল ইসলাম মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আমার ঘটনাস্থল পরিদর্শন করেছি। ক্রিকেট খেলা নিয়ে বিরোধের জেরে এই হত্যার ঘটনা ঘটেছে। তদন্ত করে প্রয়োজনীয় ব্যব