Search
Close this search box.

বঙ্গবন্ধুর ঘাতকদের ‘জান্নাত’ চেয়ে মোনাজাত করায় আওয়ামী লীগ নেতা বহিষ্কার

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email

বনি আল মামুন রাজধানী বিভাগীয় সংবাদদাতা// রাজশাহীর বাগমারায় বিজয় দিবসের প্রথম প্রহরে শহিদদের শ্রদ্ধা জানানোর পর বঙ্গবন্ধুর হত্যাকারীদের ’জান্নাত’ চেয়ে মোনাজাত করায় তাহেরপুর পৌর আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক আব্দুর রাজ্জাককে আওয়ামী লীগ থেকে বহিষ্কার করা হয়েছে।

‌‌ব‌‌হিষ্কার পত্র

তাহেরপুর পৌর আওয়ামী লীগ সভাপতি আবু বাক্কার মৃধা মুনসুর ও সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ তার বহিষ্কারাদেশে স্বাক্ষর করেন। তাকে স্থায়ী বহিষ্কারের জন্য বাগমারা উপজেলা ও জেলা আওয়ামী লীগের কাছে সুপারিশ করা হয়েছে।

বিজয় দিবসের প্রথম প্রহরে শহিদদের শ্রদ্ধা জানানোর পর দোয়া পরিচালনার সময় আব্দুর রাজ্জাক বলেন, ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে যারা হত্যা করেছে তারা মানুষ নয়, অমানুষ।

মাবুদ জাতির জনক এবং তার পরিবারকে যারা হত্যা করেছে আল্লাহ সকলকে তুমি জান্নাত দান করে দিও। আমাদের দেশের জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি যে নিষ্ঠার সাথে দেশ পরিচালনা করছেন, উনার হায়াত বাড়িয়ে দিও। অসুখ-বিসুখ থেকে উদ্ধার করে দিও আল্লাহ।

তার এ মোনাজাতের কিছু অংশের ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হলে বিষয়টি নিয়ে সমালোচনা শুরু হয়। ভিডিওর নিচে মন্তব্যে মিশ্র প্রতিক্রিয়া পড়তে থাকে। অনেকে এ অপরাধকে ক্ষমার অযোগ্য বলে মন্তব্য করেন। অনেকে এ কাজের প্রতিবাদ না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন। তবে অনেকে এটাকে স্রেফ ভুল হিসেবে মন্তব্য করেন।তারা জানান, মানুষ ভুলের ঊর্ধ্বে নয়, এই ভুল হতে শিক্ষা নিতে হবে।

অনেকে বলেছেন, মোনাজাত পরিচালনার ক্ষেত্রে আরও সতর্ক হওয়া উচিত ছিল। আওয়ামী লীগ নেতার এ ধরনের বক্তব্য দুঃখজনক। দলের কয়েকজন নেতা জানান, এমন ভুল কোনোভাবে গ্রহণযোগ্য নয়।

তাকে পদ থেকে অব্যাহতি দেওয়া উচিত।এ বিষয়ে তাহেরপুর পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ বলেন, ‘আব্দুর রাজ্জাক মোনাজাত করার সময় মুখ ফসকে ভুল করে ফেলেছেন। এ কারণে তাকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে। স্থায়ী বহিষ্কারের জন্যও সুপারিশ করা হয়েছে।

এই বিষয়ে দোয়া পরিচালনাকারী আওয়ামী লীগ নেতা আবদুর রাজ্জাক বলেন, ‘আমার বয়স হয়েছে। আমি ডায়াবেটিসে আক্রান্ত। খুনিদের জাহান্নাম কামনা করতে গিয়ে মুখ ফসকে ’জান্নাত’ শব্দটি বেরিয়ে গেছে। এ জন্য আমি প্রধানমন্ত্রীসহ দেশবাসীর কাছে ক্ষমা চাচ্ছি। আমি এই ঘটনায় খুবই লজ্জিত।