Search
Close this search box.

রাজাকারের তালিকা তৈরি করা হবে: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email

মিতু রানী বরগুনা জেলা প্রতিনিধি:- মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক এমপি বলেছেন, জাতীয় সংসদে স্বাধীনতা বিরোধীদের উত্তরসূরি, এটা আমাদের জন্য লজ্জা আর দুঃখজনক।

আগামী জাতীয় সংসদ নির্বাচনে যাতে আওয়ামী লীগ স্বাধীনতা বিরোধীদের উত্তরসূরিদের মনোনয়ন না দেয় এ ব্যাপার মনোনয়ন বোর্ডের সাথে কথা বলার কথা বলেন মন্ত্রী।

তিনি আজ বরগুনা সরকারি মহিলা কলেজে ফ্রি চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন ও সার্কিট হাউস মাঠে মুক্তিযোদ্ধাদের সন্মাননা অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এ কথা বলেন।মন্ত্রী বলেন, আগামী সংসদ অধিবেশনে স্বাধীনতা বিরোধীদের তালিকা তৈরীর বিল উপস্থাপন করা হবে।

তিনি আরও বলেন, ২৯ বছর মুক্তিযুদ্ধের চেতনা বিরোধীরা ক্ষমতায় থাকায়, প্রশাসন, ব্যাবসা-বাণিজ্য সব স্তরে এদের শক্ত অবস্থান তৈরী হয়েছে।

জেলা প্রশাসক হাবিবুর রহমানের সভাপতিত্বে সার্কিট হাউস মাঠে মুক্তিযোদ্ধা সম্মননা অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সংসদ সদস্য আ্যাডঃ ধীরেন্দ্র দেবনাথ শম্ভু, সংরক্ষিত আসনের সংসদ সদস্য সুলতানা নাদিরা, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আঃ রশিদ, জেলা পরিষদ চেয়ারম্যান দেলোয়ার হোসেন, মেয়র আ্যাডঃ কামরুল আহসান মহারাজ।