Search
Close this search box.

দৌলতপুরে রফাজা ফাউন্ডেশনের উদ্যোগে মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email

হেলাল উদ্দিন, দৌলতপুর(কুষ্টিয়া) :- কুষ্টিয়ার দৌলতপুরে রফাজা ফাউন্ডেশনের উদ্যোগে মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি প্রদান করা হয়েছে।

শনিবার( ১৮ডিসেম্বর)সকাল ১১টায় উপজেলার খলিসাকুন্ডি মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গনে আয়োজিত অনুষ্ঠানে ২০২০ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষা দেওয়া ১৭জন মেধাবী শিক্ষার্থীদের মাঝে ৮৫ হাজার টাকা শিক্ষাবৃত্তি, সম্মাননা স্মারক ও সনদ প্রদান করা হয়।

বৃত্তি প্রদান অনুষ্ঠানে রফাজা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ডাঃ আমানউল্লাহ এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন মর্ডান স্টাকর্চারস লিমিটেডের চেয়ারম্যান ও স্টিল বিল্ডিং ম্যানুফ্যাকচার অফ বাংলাদেশের সাধারণ সম্পাদক রাশেদ খান,বীর মুক্তিযোদ্ধা মোরর্শেদ হোসেন, বীর মুক্তিযোদ্ধা ছাবের আলী সালাম,বীর মুক্তিযোদ্ধা ইসমাইল হোসেন মন্টু,খলিসাকুন্ডি ইউনিয়ন পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান মো. জুলমত হোসেন,

বাংলাদেশ আওয়ামী লীগের তথ্য ও গবেষণা উপ-কমিটির সদস্য ড. মোফাজ্জেল হক, অত্র বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি বাপ্পারাজ হোসেন,বিশিষ্ট ব্যবসায়ী গোলাম মাহমুদ,খলিসাকুন্ডি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ সাইদ, বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম,খলিসাকুন্ডি মাধ্যমিক বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক মোঃ মোজাম্মেল,প্রাক্তন প্রধান শিক্ষক আব্দুর রাজ্জাক, বালিকা বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা লায়লা আরজুমান,খলিসাকুন্ডি ঘাটপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল রাজ্জাক জোয়ার্দ্দার,

প্রভাতী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জামাল হোসেন, পিপুলবাড়ীয়া পুলিশ ক্যাম্প ইনচার্জ শিমুল হাসান, বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল কুদ্দুস,

খলিসাকুন্ডি ঘাটপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও ইউপি সচিব, সোহেল জোয়ার্দ্দার,সাঈদ আহমেদ সহ বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।উক্ত অনুষ্ঠান পরিচালনা করেন-রুবেল জোয়ার্দ্দার।