Search
Close this search box.

ধর্ষণ মামলার আসামি ১৪ বছরের কিশোর!

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email

শরীয়তপুর জেলা প্রতিনিধি// শরীয়তপুরে জমি নিয়ে বিরোধের জেরে ধর্ষণ মামলার আসামি করা হয়েছে ১৪ বছরের এক কিশোরকে। মামলার পাশাপাশি জীবননাশের হুমকিও দেয়া হয়েছে তাকে।

ফুফাতো ভাইকে নিয়ে এই বয়সেই কোর্টের বারান্দায় আসতে হয়েছে সিয়ামকে। প্রতিবেশীর সাথে জমি বিরোধের জেরে ধর্ষণ মামলার আসামী হতে হয়েছে তাকে। বয়স ১৪ হলেও, মামলায় সিয়ামের বয়স দেখানো হয়েছে ১৮। মামলা দিয়েই ক্ষান্ত হয়নি বিপক্ষের লোকজন, বাড়িতে পুলিশ পাঠিয়ে করেছে হয়রানি, দিয়েছে হত্যার হুমকি।সিয়ামের ফুফাতো ভাই রিপন মিয়া বলেন, বাদী তৈয়ব আলি মামলা দেয়ার পাশাপাশি আমাদেরকে হুমকি দিয়েছে।

সে হাত কেটে এবং গুম করে দেয়ার হুমকিও দিয়েছে। পুলিশ আমাদের বাসায় এসেও কয়েকবার হয়রানি করে গেছে।এসব কারণে অষ্টম শ্রেণির সমাপনি পরীক্ষাতেও অংশ নিতে পারে নি সিয়াম। সবকিছু মিলিয়ে আতঙ্কের মাঝে সময় কাটছে তার। মঙ্গলবার বিচারপতি জাকির হোসেন ও বিচারপতি খিজির হায়াতের হাইকোর্ট বেঞ্চ তাকে ৬ সপ্তাহের জামিন দিয়েছেন। মামলটি একেবারেই ভিত্তিহীন ও উদ্দেশ্য প্রণোদিত বলে মনে করছেন সিয়ামের আইনজীবী অ্যাডভোকেট ইলিদা ইয়াসমিন।সিয়ামের আইনজীবী বলেন, পুলিশ তাদেরকে নানাভাবে হয়রানি করছে। এসব কারণে সে তার পরিবার ছেড়ে অন্যত্র বসবাস করছে। মামলার বাদী বলেই দিয়েছে যে সে ওই পরিবারকে এলাকা থেকে উচ্ছেদ করেই ছাড়বে।

সিয়ামের পরিবারের সদস্যদের বিরুদ্ধে নতুন করে আরেকটি মামলা করেছেন প্রতিবেশী সোহানা আক্তার মিম। ভয়ভীতি দেখানোর ওই মামলাতেও সিয়ামকে আসামি করা হয়েছে।মামলার তদন্ত কর্মকর্তা এমারত হোসেন বলেন, আইন মেনেই সব করা হয়েছে। এরচেয়ে বেশি কিছু আমি বলতে পারবো না।কিশোরকে ধর্ষণ মামলার আসামি করায় তীব্র ক্ষোভ জানিয়েছে ওই হাইকোর্ট বেঞ্চ।