কাকলি সুলতানা স্টাফ রিপোর্টার// অন্তঃসত্ত্বা ও বিবাহিত ছাত্রীদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলে না থাকার বিধি বাতিল চেয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে আইনি নোটিশ প্রেরণ করা হয়েছে। তিন কার্যদিবসের মধ্যে বিধি বাতিল না করলে রিট করা হবে বলেও জানানো হয়েছে।
বিবাহিত ছাত্রীদের ঢাবি হলে না থাকার বিধি বাতিল চেয়ে বুধবার এই আইনি নোটিশ দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র ও বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মাদ শিশির মনির।আইনি নোটিশে বলা হয়েছে, সামসুন্নাহার হলের আবাসিক ছাত্রীদের সিট বন্টন সম্পর্কিত ও অন্যান্য শৃঙ্খলামূলক নিয়মবিধির ১৬ নম্বর বিধিতে বলা হয়েছে, ‘কোন ছাত্রী বিবাহিত হলে অবিলম্বে র্কৃপক্ষকে জানাবে। অন্যথায় নিয়ম ভঙ্গের কারণে তার সিট বাতিল হবে। শুধুমাত্র বিশেষ ক্ষেত্রে, বিবাহিত ছাত্রীকে চলতি সেশনে হলে থেকে অধ্যয়নের সুযোগ দেয়া হবে।
অন্তঃসত্ত্বা ছাত্রী হলে থাকতে পারবেনা।’নোটিশে আরও বলা হয়েছে, উক্ত বিধানের ফলে কার্যত বিবাহিত শিক্ষার্থীরা হলের আবাসিক সুবিধা গ্রহণ করে উচ্চশিক্ষা গ্রহণের সুযোগ থেকে বঞ্চিত হবে।
দেশের গণমাধ্যমের পাশাপাশি শিক্ষার্থীদের মধ্যেও বিষয়টি নিয়ে মারাত্মক অসন্তোষ ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।এর আগে, বিবাহিত ছাত্রীদের হলে থাকার বিধি-নিষেধসহ চার দফা দাবির বিষয়ে, হল কর্তৃপক্ষ ডিনস কমিটির সভায় আলোচনা করে সিদ্ধান্ত নেবে বলে জানিয়েছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আখতারুজ্জামান।
সম্প্রতি শামসুন্নাহার হল ও বাংলাদেশ-কুয়েত মৈত্রী হলে বিবাহিত দুই ছাত্রীর সিট নিয়ে জটিলতা সৃষ্টি হয়। এরপর থেকেই পাঁচটি ছাত্রী হলের শিক্ষার্থীরা এ বিষয়ে প্রতিবাদ জানিয়ে আসছেন।





