Search
Close this search box.

বীরাঙ্গনা মাজেদার খেতাব বাতিলের প্রজ্ঞাপন হাইকোর্টে স্থগিত

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email

মেহেদী হাসান বিশেষ প্রতিনিধি:- বীরাঙ্গনা মাজেদার খেতাব বাতিল করে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন স্থগিত করেছে হাইকোর্ট।বুধবার দুপুরে, বিচারপতি এম. ইনায়েতুর রহিমের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেয়।

মুক্তিযুদ্ধে নির্যাতিত ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলার রাউতনগর গ্রামের মৃত তসলিম উদ্দীনের স্ত্রী ‘বীরাঙ্গনা’ মাজেদাকে মুক্তিযোদ্ধার স্বীকৃতি দিয়ে ২০১৬ সালের ২১শে জুলাই গেজেট প্রকাশ করা হয়। সেই থেকে তিনি প্রতি মাসের ভাতাসহ অন্যান্য সরকারি সুযোগ-সুবিধা পাচ্ছিলেন।

তবে, একই এলাকার মৃত দারাজ উদ্দিনের স্ত্রী আরেক মাজেদা’র আবেদনের পরিপ্রেক্ষিতে যাচাই-বাছাই ও শুনানির পর ২০২০ সালের ২০শে অক্টোবর আরেকটি গেজেট জারি করা হয়। সেই গেজেটে মৃত দারাজ উদ্দিনের স্ত্রী মাজেদাকে বীরাঙ্গনার স্বীকৃতি দেয়া হয়।