Search
Close this search box.

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email

উম্মে কুলসুম চাঁপাই জেলা প্রতিনিধি// চাঁপাইনবাবগঞ্জের আজমতপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ’র গুলিতে এক বাংলাদেশি যুবক নিহত।

মঙ্গলবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে। নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় এলাকাবসী ও শাহাবাজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তোজাম্মেল হক।

নিহত বাংলাদেশি যুবক শিবগঞ্জ উপজেলার শাহাবাজপুর ইউনিয়নের আজমতপুর ঢুলীপাড়া গ্রামের আবু তাহেরের ছেলে ইব্রাহিম আলী (২৫)।স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তোজ্জামেল হক বিষয়টি নিশ্চিত করে জানান, মঙ্গলবার দিবাগত রাত আড়াইটার দিকে আজমতপুর সীমান্ত পিলার ১৮২/১ এস ও ১৮২/২-এস এলাকায় ভারতের স্বশানি ক্যাম্পের বিএসএফ সদস্যরা তাকে লক্ষ্য করে গুলি ছুঁড়ে। এতে ঘটনাস্থলেই গুলিবিদ্ধ হয়ে মারা যায় ইব্রাহিম।

পরে বিএসএফ সদস্যরা ভারতের অভ্যন্তরে তাকে নিয়ে যায়।এদিকে, বিজিবি’র ৫৯ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আমীর হোসেন মোল্লা জানান, ঘটনাটি আমরা শুনেছি। তবে নিহত যুবক কোন দেশের নাগরিক তা নিশ্চিতে এলাকায় খোঁজ নেওয়া হচ্ছে এবং এ ঘটনায় বিএসএফের সাথে যোগাযোগের চেষ্টাও চলছে। সবকিছু নিশ্চিত হওয়ার পরই গণমাধ্যমকে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে