Search
Close this search box.

মেসি-নেইমারদের কোচ হচ্ছেন জিদান

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email

খেলাধুলা সংবাদ:- ফরাসি ক্লাব প্যারিস সেইন্ট জার্মেইতে (পিএসজি) মেসি, নেইমারদের কোচ হতে যাচ্ছেন রিয়াল মাদ্রিদের সাবেক কোচ জিনেদিন জিদান। বর্তমান কোচ পচেত্তিনোর স্থলাভিষিক্ত হবেন তিনি।

মার্কার এক প্রতিবেদনে এমনটি বলা হয়।আর এ খবরটি সামনে নিয়ে এসেছেন আরএমসির প্রখ্যাত সাংবাদিক ড্যানিয়েল রায়োলা। তার মতে, প্যারিস সেইন্ট জার্মেইতে জিজোই (জিদান) মাউরিসিও পচেত্তিনোর স্থলাভিষিক্ত হতে যাচ্ছেন।তবে এমনও শোনা যাচ্ছে, পিএসজির আর্জেন্টাইন ম্যানেজার পচেত্তিনোকে তার চলতি মৌসুম শেষ করার সুযোগ দেবে ক্লাব। আর তাই আপাতত দায়িত্ব সামলাবেন তিনিই।পিএসজির ভেতরের খবর ফাঁস করা সাংবাদিক ড্যানিয়েল রায়োলা এর আগে পিএসজিতে মেসির আগমনের খবরও নিশ্চিত করেছিল। এ ছাড়া এ সম্পর্কিত খবরে তার অতীতের রেকর্ডও ভালো।তবে তার খবর যদি সত্য হয়, তাহলে আগামী মৌসুমেই মেসি-নেইমারদের কোচ হিসেবে দেখা যাবে জিনেদিন জিদানকে। যদিও আগামী মৌসুমে এমবাপ্পের প্যারিসে থাকা নিয়ে অনিশ্চয়তা রয়েছে। আর তাই জিদান তাকে পান কি না সেটিও বড় প্রশ্ন। তবে এমনও শোনা যাচ্ছে, এরই মধ্যে ফ্রি এজেন্ট হওয়া কিলিয়ান এমবাপ্পেকে হয়তো ক্লাবে রেখে দেওয়ার চেষ্টা করবেন জিদান।তবে এর আগে শোনা গিয়েছিল, মেসি আসায় পিএসজি ছাড়তে চান ফরাসি এ ফরোয়ার্ড। তারপর জানা যায়, মেসিকে নেওয়ার আগেই পিএসজি ছাড়তে চেয়েছিলেন তিনি।