Search
Close this search box.

ব্রাহ্মণবাড়িয়ায় ১৪৪ ধারা এড়িয়ে বিএনপির সমাবেশ

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email

শাহ আলম ব্রাক্ষণবাড়িয়া জেলা প্রতিনিধি// ব্রাহ্মণবাড়িয়ায়১৪৪ ধারা উপেক্ষা করেই সমাবেশ করেছে বিএনপি। খালেদা জিয়ার মুক্তি, চিকিৎসার জন্য বিদেশ পাঠানোসহ বিভিন্ন দাবিতে পূর্ব নির্ধারিত সমাবেশটি শহরের পরিবর্তে বাইরে সংক্ষিপ্ত আকারে করা হয়েছে।

একই জায়গায় বিএনপি ও ছাত্রলীগ পাল্টাপাল্টি সমাবেশ ডাকলে, শুক্রবার রাতে ১৪৪ ধারা জারি করে প্রশাসন। খালেদা জিয়ার মুক্তি ও চিকিৎসার জন্য বিদেশ পাঠানোসহ কয়েকটি দাবিতে ধারাবাহিক কর্মসূচির অংশ হিসাবে শনিবার ব্রাহ্মণবাড়িয়ায় ছিল বিএনপির এই সমাবেশ। সমাবেশে অংশ নিতে সকাল থেকেই নেতাকর্মীরা আসতে থাকেন। কিন্তু শহরের একই স্থানে কর্মসুচি ডাকে ছাত্রলীগও।

প্রশাসন বলছে ,অপ্রীতিকর ঘটনা এড়াতে শুক্রবারই জারি হয় ১৪৪ ধারা। বিএনপি নেতাদের অভিযোগ কর্মসূচিতে অংশ নিতে ব্রাহ্মণবাড়িয়ার পথে ঢাকা-সিলেট মহাসড়কের আশুগঞ্জ টোলপ্লাজায় তাদের আটকে দেয়া হয়। প্রায় আড়াই ঘণ্টা পর পুলিশ তাদের ছেড়ে দেয়। পরে শহরতলীর নাটাই উত্তর ইউনিয়নের বটতলী বাজারে সমাবেশ করে তারা।

সমাবেশে বিএনপি’র সংরক্ষিত আসনের সংসদ সদস্য রুমিন ফারহানা বলেন, ‘আমাদের এই আন্দোলন এখন গণজোয়ারে রূপ নিয়েছে। জেলায়-জেলায় পুলিশ ১৪৪ ধারা জারি করেও আমাদের নেতাকর্মী, সমর্থক, ভোটারদের আসা বন্ধ করতে পারছে না। স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, খালেদা জিয়ার মুক্তি না হওয়া পর্যন্ত আমাদের এই আন্দেলন চলবে।

এ আন্দোলন তীব্র থেকে তীব্রতর হবে এবং উনাকে মুক্ত করে এনে চিকিৎসা দিয়ে সুস্থ করা হবে। আবার বাংলাদেশে সর্ববৃহৎ দলে তিনি ফিরে আসবেন।’বিএনপি ও ছাত্রলীগের পাল্টাপাল্টি কর্মসূচিকে কেন্দ্র করে রাত ১২টা পর্যন্ত ১৪৪ ধারা জারি করে প্রশাসন। ১৪৪ ধারা থাকায় আন্তঃজেলা ও লোকাল বাস চলাচল বন্ধ রাখা হয়। ফলে দুর্ভোগে পড়েছেন যাত্রীরা।