Search
Close this search box.

আওয়ামী লীগের দুই পক্ষের দ্বন্দ্ব, পৌর কর্মচারীকে কুপিয়ে জখম

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email

কামরুজ্জামান সজীব ঝিনাইদহ জেলা প্রতিনিধি:- ঝিনাইদহের শৈলকুপায় আওয়ামী লীগের দুই পক্ষের আধিপত্য বিস্তার নিয়ে মহিদুল ইসলাম নামের এক পৌর কর্মচারীকে (কর আদায়কারী) কুপিয়ে মারাত্মক জখম করা হয়েছে।

আহত মহিদুল চর আউশিয়া গ্রামের মৃত সদর উদ্দিনের ছেলে। তাকে উদ্ধার করে কুষ্টিয়া হাসপাতালে ভর্তি করা হয়েছে। এসময় পাল্টা-পাল্টি ইটপাটকেল নিক্ষেপ, পৌর ভবনে আগুন ধরিয়ে দেওয়াসহ ভাঙচুর ও মোটরসাইকেলে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।

শনিবার বিকালে শৈলকুপা চৌরাস্তা মোড়ে এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এদিকে শৈলকূপা ফায়ার সার্ভিসের দমকল বাহিনী এসে আগুন নিয়ন্ত্রণে আনেন অগ্নিসংযোগকৃত মোটরসাইকেলটির। স্থানীয়রা জানায়, পৌর আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র কাজী আশরাফুল আজমের সঙ্গে উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির সদস্য শিকদার ওয়াহিদুজ্জামান ইকুর দীর্ঘদিন যাবৎ আধিপত্য বিস্তার নিয়ে লড়াই চলে আসছিল।

এরই জের ধরে কর আদায়কারী মহিদুল ইসলামকে কুপিয়ে মারাত্মক জখম করা হয়। স্থানীয়রা তাকে উদ্ধার প্রথমে শৈলকূপা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। অবস্থার অবন্নতি হওয়ায় তাকে কুষ্টিয়া সদর হাসপাতালে রেফার্ড করা হয়। পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ মোতায়েন করে রাখা হয়েছে বলে ওসি রফিকুল ইসলাম জানিয়েছেন।