Search
Close this search box.

সুকেশ-জ্যাকলিনের অন্তরঙ্গ মুহুর্তের ছবি প্রকাশ

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email

বাপ্পি বিশ্বাস ভারত প্রতিনিধি// সম্প্রতি সামাজিক যোগাযোগে মাধ্যমে সুকেশ-জ্যাকলিনের ঘনিষ্ট ছবি ভাইরাল হয়েছে। যেখানে তারা দু’জন একই বিছানায় শুয়ে আছেন এবং জ্যাকলিনের নাকে চুমু খাচ্ছেন সুকেশ।ভাইরাল হওয়া ছবিতে দেখা যায় জ্যাকলিন এর গলায় স্পস্ট ভাবে ফুটে উঠেছে লাল দাগ।

ছবিতে সুকেশ গভীরভাবে নাকে চুমু খাচ্ছেন “রেইস ৩” খ্যাত অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্দেজকে। সুকেশের ভালবাসার চিহ্ন বলেই ধরে নিয়েছেন নেটিজেনদের একাংশ।

ছবিতে২০২১ সালের সবচেয়ে আলোচিত বিষয়গুলোর মধ্যে অন্যতম ছিলো সুকেশ চন্দ্রশেখর ও জ্যাকলিন ফার্নান্ডেজের সম্পর্ক। গত বছর প্রথম সুকেশ- জ্যাকলিন এক ছবি ভাইরাল হয় সেখান থেকেই তাদের প্রেমের গুঞ্জন শুরু হয়। পরবর্তীতে সুকেশ নিজেও স্বীকার করেন জ্যাকলিনের সাথে সম্পর্কের কথা।

জানা যায়, রানবাক্সির মতো বড় কোম্পানির প্রোমোটার শিবিন্দর সিং ও মালবিন্দর সিংকের পরিবারকে ২০০ কোটি টাকা প্রতারণার অভিযোগ রয়েছে সুকেশ চন্দ্রশেখরের উপর। এমনকি এই মামলায় নাম উঠে আসে জ্যাকলিনের ও।

এ মামলায় গত ৩০শে আগস্ট দেশটির অর্থনৈতিক গোয়েন্দা সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)এর কার্যালয়ে প্রায় ৫ ঘণ্টা জেরা করা হয় জ্যাকলিনকে। এরপর গত ২৫শে সেপ্টেম্বর ও ১৫, ১৬ই অক্টোবর ইডি তলব করলেও তাতে সাড়া দেননি এই অভিনেত্রী।

ইডির অভিযোগপত্রে বলা হয়, গেল বছর হিরের গয়না, বিদেশী ঘোড়া, বিড়াল, ব্র্যান্ডেড জুতো-ব্যাগ মিলিয়ে ১০ কোটি টাকার কাছাকাছি মূল্যের উপহার নিয়েছিলেন জ্যাকলিন। এমনকি জ্যাকলিনের ভাইকে ১৫ লাখ টাকাও পাঠিয়েছিলেন সুকেশ।

অভিযোগপত্র দেয়ার পর, গত রবিবার মুম্বাই বিমানবন্দরে সাময়িকভাবে আটক করা হয় জ্যাকলিনকে। বিমানবন্দরের কর্মকর্তা জানান, লুক আউট নোটিশ জারি হয়েছে জ্যাকলিন ফার্নান্ডেজের নামে, তাই দেশ ছেড়ে যেতে পারবেন না তিনি।