Search
Close this search box.

সংলাপ বর্জন করা দলগুলো আন্দোলনের অভিন্ন বার্তা দিয়েছে

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email

মেহেদী হাসান বিশেষ প্রতিনিধি// পরবর্তী নির্বাচন কমিশন গঠন নিয়ে রাষ্ট্রপতির সংলাপে অংশ না নেয়া দলগুলোকে নিয়ে অভিন্ন দাবিতে আন্দোলনের প্লট তৈরি হয়েছে মনে করছে বিএনপি।

যেসব রাজনৈতিক দল রাষ্ট্রপতি সঙ্গে সংলাপ বর্জন করেছে তাদের নিয়ে বৃহত্তর জোট করার কথাও ভাবছে বিএনপি। তবে, এ সম্ভাবনাকে ক্ষীণ বলছে সংলাপ বর্জন করা দল বিপ্লবী ওয়ার্কার্স পার্টি। বিএনপির সঙ্গে আন্দোলনে নামার আগে বেশ কয়েকটি প্রশ্নের সুরাহা চায় তারা। অন্যদিকে, বিএনপি বলছে, বৃহৎ স্বার্থে প্রয়োজনে রাজনীতির নতুন হিসেব নিকেষেও রাজি তারা।গেল ২০শে ডিসেম্বর থেকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ইসি গঠন নিয়ে নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করেছেন রাষ্ট্রপতি।

তবে, এরই মধ্যে বিএনপিসহ বেশ কটি দল সংলাপে অংশ না নেয়ার ঘোষণা দিয়েছে। যাকে অভিন্ন আন্দোলনের সহায়ক বার্তা বলছে বিএনপি।বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, দেশকে বাঁচানোর জন্য, গণতন্ত্র ও ভোটাধিকার ফিরে পাওয়া, পুনরায় আইনের শাসন প্রতিষ্ঠার জন্য আন্দোলনের একটি বড় প্রেক্ষপট তৈরি হয়েছে। আমরা সবাই অভিন্ন চিন্তা থেকেই সংলাপকে প্রত্যাখ্যান করেছি।তবে, বাম দলগুলো বলছে, ঐক্য তারাও চায়।

তবে, বিএনপির সাথে একমঞ্চে ওঠার সময় এখনো হয়ে ওঠেনি।বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন, বিএনপির সঙ্গে কাল বা পরশু অথবা নিকট ভবিষ্যতে একসঙ্গে-একই মঞ্চে ঐক্যবদ্ধ হয়ে আন্দোলনের সম্ভবনা আমরা দেখছি না। তবে, দাবির মধ্যে যেহেতু মিল আছে, যেগুলো জনগণের দাবি সেগুলোর বিষয়ে একসঙ্গে আন্দোলন গড়ে তোলার একটা ভিত্তি আছে।

তবে, যেন তেন ঐক্যের বিষয়ে আমাদের আগ্রহ নেই।তবে, একসঙ্গে আন্দোলনের আগে জামায়াতের বিষয়ে বিএনপি অবস্থান সুস্পষ্টভাবে ব্যাখ্যা করতে হবে বলেও মন্তব্য করেন বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক।গণতন্ত্রের স্বার্থে সমঝোতা করে হলেও সরকার বিরোধী আন্দোলনে গণতান্ত্রিক শক্তিগুলোকে পাশে চায় বিএনপি।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, একটা লক্ষ্যকে সামনে রেখে রাজনীতি করা হয়। জনগণের মুক্তির জন্য, দেশের কল্যাণের জন্য যদি কোনও কাটছাট করতে হয় বিএনপি অবশ্যই তা করবে।

জনগণের যেটা করলে ভালো হবে আমরা তাই করব।বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী ডেইলি বাংলাদেশ টুডে ডটকম কে বলেন, শুধুমাত্র চুরির উচ্ছিষ্টভোগীদের আমরা জনগণের পক্ষের শক্তি বলতে পারিনা।