Search
Close this search box.

আরসা প্রধানের ভাইয়ের কাছে মিলল বাংলাদেশের এনআইডি

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email

আন্তর্জাতিক সংবাদ:- মিয়ানমারের নিষিদ্ধ সশস্ত্র গ্রুপ আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মি-আরসার প্রধান আতাউল্লাহ’র ভাই শাহ আলী বাংলাদেশের নাগরিক হিসেবে জাতীয় পরিচয়পত্র ব্যবহার করছিলেন।

পুলিশ তার কাছ থেকে বাংলাদেশের এনআইডি কার্ড উদ্ধার করেছে।সোমবার ১৪-আর্মড পুলিশ ব্যাটলিয়ানের উপ-পরিদর্শক মোহাম্মদ রুহুল আজম বাদী হয়ে দায়ের করা মামলার এজাহারে এমন তথ্য উল্লেখ রয়েছে।

চট্টগ্রামের কোতয়ালীর দেওয়ান বাজারের জয়নব কলোনীর ঠিকানা ব্যবহার করে তিনি ওই পরিচয়পত্র সংগ্রহ করেন।এর আগে, রবিবার ভোরে কক্সবাজারের উখিয়ার কুতুপালংয়ে নৌকার মাঠ সংলগ্ন এলাকা থেকে অস্ত্র ও মাদকসহ মিয়ানমারের বির্তকিত সশস্ত্র গ্রুপ আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মি-আরসার প্রধান আতাউল্লাহ প্রকাশ আবু আম্মার জুনুনীর ভাই শাহ আলীকে অস্ত্রসহ আটক করে এপিবিএন সদস্যরা।

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প থেকে শাহ আলীকে আটকের সময় তার কাছ থেকে বিদেশি আগ্নেয়াস্ত্র, দেশীয় অস্ত্র ও মাদক উদ্ধার করা হয়। এসময় তার কাছ থেকে উদ্ধার করা হয় বাংলাদেশি জাতীয় পরিচয়পত্র।এ ঘটনায় অজ্ঞাতনামা আরও তিনজনকে আসামি করে পৃথক তিনটি মামলা করা হয়েছে। সকালে গ্রেপ্তারকৃতদের কক্সবাজার আদালতে পাঠিয়েছে পুলিশ।