দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধিঃ– কুষ্টিয়ার দৌলতপুর উপজেলা সাব-রেজিষ্টার কার্যালয়ে দুর্নীতি দমন কমিশন (দুদক) অভিযান চালিয়েছে।
এসময় নগদ ৩ লক্ষ টাকা সহ অফিস সহকারীকে আটক করা হয়।দুদক কুষ্টিয়ার উপ-পরিচালক মোঃ জাকারিয়া জানান, বুধবার বেলা ৫ টা থেকে রাত ৯ টা পর্যন্ত অভিযান পরিচালনা করে অফিস সহকারী জান্নাতুল আক্তার কে নগদ ৩ লক্ষ ১ হাজার ২‘শ টাকা সহ আটক করা হয়।
উপ-পরিচালক মোঃ জাকারিয়া আরো জানিয়েছেন, এ ব্যাপারে একটি মামলা দায়েরের পর আসামীকে দৌলতপুর থানায় হস্তান্তর করা হয়েছে।





