দিনাজপুর জেলা প্রতিনিধি:- দিনাজপুরের বিরামপুরে ট্রেনের ধাক্কায় প্রাইভেটকারের চালকসহ তিনজন নিহত হয়েছেন। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় পাওয়া যায়নি।
আজ বুধবার (২রা ফেব্রুয়ারি) সকালে ঢাকা থেকে ছেড়ে আসা পঞ্চগড়গামী কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় এ দুর্ঘটনা ঘটে। ট্রেনটি প্রাইভেটকারকে ধাক্কা দিয়ে ১০ গজ দূরে টেনে নিয়ে গেছে বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।
জিআরপি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, প্রাইভেটকারে চালকসহ তিনজন পার্বতীপুর থেকে জয়হাটে যাচ্ছিলেন।
সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার ঘোড়াঘাট রেলঘুণ্টি এলাকায় রেলক্রসিং পার হওয়ার সময় একটি ট্রেন ওই প্রাইভেটকারে ধাক্কা দিয়ে ১০-১৫ গজ দূরে টেনে নিয়ে যায়।
এতে ঘটনাস্থলে চালকসহ তিনজন নিহত হন। ওসি আরও জানান, মরদেহ তিনটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য এম আবদুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।





