Search
Close this search box.

শিক্ষাপ্রতিষ্ঠানের চলমান ছুটি বাড়ছে আরও দুই সপ্তাহ: শিক্ষামন্ত্রী

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email

মানিক মিয়া স্টাফ রিপোর্টার// শিক্ষা প্রতিষ্ঠানের চলমান ছুটির মেয়াদ আরও দুই সপ্তাহ বাড়ছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।বুধবার বিকালে এ তথ্য জানান তিনি।

করোনার সংক্রমণ না কমায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানিয়ে শিক্ষামন্ত্রী বলেন, অবস্থা পর্যবেক্ষণ করা হচ্ছে। আমরা নিয়মিত অবস্থা পর্যালাচনা করছি। প্রয়োজনে ভিন্ন সিদ্ধান্তও নেয়া হতে পারে।

এ বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ের জেষ্ঠ্য কর্মকর্তা এম এ খায়ের বলেন, আরও দুই সপ্তাহের জন্য শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের সিদ্ধান্ত নেয়া হয়েছে।শিক্ষার্থীদের টিকা কার্যক্রম জোরদার করে শিক্ষাপ্রতিষ্ঠান খোলা রাখার চিন্তা করেছিল সরকার।

প্রায় দেড় বছর বন্ধের পর স্বল্প পরিসরে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়া হয়। এসময়, একেক শ্রেণির ক্লাস একেক দিন নেওয়ার পাশাপাশি অনেক প্রতিষ্ঠানেই অনলাইন পাঠদানও চালু ছিল।

তবে করোনার নতুন ধরন ওমিক্রনের সংক্রমণ বেড়ে যাওয়ায় গত ২১শে জানুয়ারি থেকে ৬ই ফেব্রুয়ারি পর্যন্ত সব স্কুল, কলেজ ও সমপর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করে, স্বশরীরে পাঠদান বন্ধ রাখা হয়। এ সময়ের মধ্যে শিক্ষার্থীদের