নিজস্ব প্রতিবেদক:- আপিল বিভাগে সদ্য নিয়োগ পাওয়া বিচারপতি এফ আর এম নাজমুল আহসানের মৃত্যুতে আজ বন্ধ থাকছে সুপ্রিম কোর্টের দুই বিভাগের কার্যক্রম।আজ আপিল বিভাগের কার্যক্রমের শুরুর আগে, দিনের কার্যক্রম বন্ধ রাখার অনুরোধ জানান অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন।
অ্যাটর্নি জেনারেল আপিল বিভাগে বলেন, ‘গত শুক্রবার বিচারপতি এফ আর এম নাজমুল আহাসান মারা গেছেন। এতে আমরা সবাই শোকাহত। আমি তার সম্মানে আজকে আপিল ও হাইকোর্ট বিভাগের বিচারকাজ বন্ধ রাখার জন্য জন্য প্রার্থনা করছি। কারণ এর আগে কোনো সিটিং জাজ মারা গেলে তার সম্মানে সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বিচারকাজ বন্ধ রাখা আমাদের দীর্ঘদিনের রেওয়াজ রয়েছে।’তাতে সম্মতি দেন আপিল বিভাগের জ্যেষ্ঠ আইনজীবী।
পরে বিষয়টির সাথে একমত পোষণ করে, কার্যক্রম বন্ধের কথা জানান প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বাধীন ভার্চুয়াল আপিল বেঞ্চ।প্রধান বিচারপতি বলেন, অ্যাটর্নি জেনারেল ও বার সম্পাদকসহ সিনিয়র আইনজীবীরা যে প্রস্তাব রেখেছেন তাতে সবাই অবগত আছেন যে, ৪ ফেব্রুয়ারি বিচারপতি নাজমুল আহাসান ইন্তেকাল করেন। তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি।
তার প্রতি শ্রদ্ধা নিবেদনের লক্ষ্যে সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বিচার কাজ বন্ধ রাখা হলো।গেলো শুক্রবার চিকিৎসাধীন অবস্থায় মারা যান বিচারপতি নাজমুল আহসান। ১০ ই জানুয়ারি আপিল বিভাগের বিচারপতি হিসেবে নিয়োগ পান বিচারপতি নাজমুল আহসান। কিন্তু অসুস্থতার কারণে শপথ নিতে পারেননি তিনি।





