চাঁদপুর জেলা প্রতিনিধি// জানাজার নামাজ পড়ার সুযোগ নিয়ে পুলিশের হাতে আটককৃত জাকির হোসেন নামের এক আসামি হাতকড়াসহ পালিয়েছে।
শুক্রবার দুপুর ১১টার দিকে চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার বাকিলা পূর্ব বাজার জামে মসজিদে এই ঘটনা ঘটে। এই ঘটনার কয়েক ঘণ্টার মধ্যে পুলিশ হাতকড়া উদ্ধার করতে পারলেও এখনো পর্যন্ত আসামিকে গ্রেপ্তার করতে পারেনি।
আসামি পালিয়ে যেতে সহায়তার অভিযোগে ১৩ জনকে আসামি করে মামলা দায়ের করেছে পুলিশ। এখনো পর্যন্ত দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে।
পলাতক জাকির হোসেন হাজিগঞ্জ উপজেলার বাকিলা ইউনিয়নের খলাপাড়া গ্রামের মৃত লাল মিয়ার ছেলে। তার বিরুদ্ধে মাদক মামলাসহ ১৮টি মামলা রয়েছে বলে জানিয়েছে হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হারুনুর রশিদ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বাকিলা গ্রামের সিএনজি চালিত অটোরিকশা চালক আ. মজিদের ছেলে মনির হোসেন গাজী গত বৃহস্পতিবার রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। পরদিন শুক্রবার সকাল ১১টায় বাকিলা পূর্ব বাজার জামে মসজিদে তার জানাজা অনুষ্ঠিত হয়।
সেই জানাজায় হাজীগঞ্জ থানা পুলিশের এসআই মোজাম্মেল সঙ্গীয় ফোর্সসহ বিভিন্ন মাদক মামলার আসামিদের ধরার জন্য যান। জানাজা শুরুর কিছু পূর্বে মোজাম্মেল নিজে মাদক মামলার আসামি জাকিরকে জানাজাস্থল থেকে আটক করে হাতকড়া পরিয়ে থানায় নেওয়ার জন্য রওনা হন।
এ সময় স্থানীয়দের অনুরোধে তিনি জাকিরকে জানাজার নামাজ পড়ার সুযোগ দেন। সুযোগ পেয়ে জাকির তার সহযোগীদের সহায়তায় হাতকড়াসহ পালিয়ে যায়।
এ ব্যাপারে হাজীগঞ্জ থানার ওসি হারুনুর রশীদ বলেন, ‘এই ঘটনার কয়েক ঘণ্টা পরেই হাতকড়াটি পার্শ্ববর্তী একটি বাড়ি থেকে উদ্ধার করা হয়েছে। তবে পালিয়ে যাওয়া আসামিকে এখনো গ্রেপ্তার করা যায়নি।’
তিনি আরও বলেন, ‘আসামি পালিয়ে যাওয়ার সহায়তায় ঘটনার দিনই ১৩ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। এখনো পর্যন্ত দুইজন গ্রেপ্তার করা হয়েছে। বাকি আসামিদের দ্রুত সময়ের মধ্যে গ্রেপ্তার করতে কাজ করছে পুলিশ।’





