Search
Close this search box.

রাজশাহীতে শিবিরের ঝটিকা মিছিল

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email

বনি আল মামুন রাজশাহী বিভাগীয় সংবাদদাতা:- প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে রাজশাহীতে ঝটিকা মিছিল করেছে ছাত্রশিবির।শিবিরের ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে দুপুর পৌনে ৩টায় দিকে নগরীর রাজীব চত্ত্বর থেকে হঠাৎ করে মিছিলটি শুরু করে বহরমপুর গিয়ে শেষ হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, শতাধিক শিবিরকর্মী রবিবার দুপুর পৌনে ৩টার দিকে বন্ধগেট রাজীব চত্ত্বর থেকে মিছিলটি বের করে। এ সময় তারা মিছিল থেকে ‘ইসলামী ছাত্রশিবির জিন্দাবাদ’ বলে স্লোগান দিতে থাকে। এ সময় তারা বহরমপুরে পথসভায় বক্তব্য দেন। এতে বক্তারা বলেন, ‘ছাত্র শিবিরের ১৪৫ জনকে ক্রসফায়ার দিয়েছে। অসংখ্য নারীকে ধর্ষণ করা হয়েছে। শিবির কোনও মাদকের সঙ্গে জড়িত নয়। তারপরও কার্যক্রম বন্ধ করে দেয়া হয়েছে। শিবিরকে কেন প্রতিপক্ষ মনে করা হচ্ছে?’-এমন বক্তব্য চলার সময়ই পুলিশের গাড়ীর হুইসেল বাজতে থাকলে শিবির নেতা-কর্মীরা পালিয়ে যায়।এ বিষয়ে রাজপাড়া থানার ওসি তদন্ত মাইদুল ইসলাম বলেন, শিবির অনুমতি ছাড়াই এক দেড় মিনিট সময়ের মধ্যে একটি ঝটিকা মিছিল বের করে। তারা স্লোগান দিয়ে চলে যায়। পুলিশ উপস্থিতি টের পেয়ে তারা পালিয়ে যায়।