Search
Close this search box.

সিপিডি’র আলোচনায় বক্তারা তিতাসের গ্যাসের দাম বাড়ানোর প্রস্তাব অযৌক্তিক

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email

ফরিদুল ইসলাম স্টাফ রিপোর্টার:- বিশেষ গোষ্ঠী অনৈতিক সুবিধা নেয়ায় পর্যাপ্ত মজুদ থাকার পরও প্রাকৃতিক গ্যাসের সম্ভাবনা কাজে লাগানো যাচ্ছে না। একইসঙ্গে অযৌক্তিকভাবে গ্যাসের দাম বাড়ানোর প্রস্তাব করেছে তিতাস।

সোমবার (১৩ই ফেব্রুয়ারি) দুপুরে গ্যাস সংকট নিয়ে সিপিডি’র ভার্চুয়াল আলোচনায় অংশ নিয়ে এসব কথা বলেন বিশেষজ্ঞরা।জ্বালানি খাতে গ্যাস এবং এলএনজি সরবরাহ বিষয়ে ভার্চুয়াল আলোচনা সভার আয়োজন করে সেন্টার ফর পলিসি ডায়লগ সিপিডি।এতে সিপিডির সিনিয়র রিসার্চ অ্যাসোসিয়েট আব্দুল্লাহ ফাহাদ মূল প্রবন্ধ উপস্থাপন করেন। এতে তিনি বলেন, গ্যাসের আমদানি নির্ভরতা জ্বালানি নিরাপত্তাকে হুমকির মুখে ফেলছে।জ্বালানি বিশেষজ্ঞ বদরুল ইমাম বলেন, দেশে প্রাকৃতিক গ্যাসের প্রচুর সম্ভাবনা থাকলেও, অজানা কারণে সঠিকভাবে তা অনুসন্ধান করা হচ্ছে না। তাই এই সংকট দেখা দিয়েছে।

সম্প্রতি গ্যাসের দাম বাড়ানোর যে প্রস্তাব এসেছে তা অযৌক্তিক বলে মন্তব্য করে জ্বালানি বিশেষজ্ঞ ম তামিম বলেন, তারা বলছেন তেলের দাম বৃদ্ধির কারনে ইকোনোমি বেড়েছে। এটা ঠিক নয়। বাংলাদেশ ব্যাংক এটা দেখছে।বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন বিইআরসি এর চেয়াম্যান মোহাম্মদ আব্দুল জলিল জানান, সার্বিক বিষয় বিবেচনায় নিয়েই কাজ করছেন তারা।