Search
Close this search box.

মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত করেছে বিএনপি ও স্বৈরশাসকেরা

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email

কাকলি সুলতানা স্টাফ রিপোর্টার:- যুগের পর যুগ বিএনপি ও স্বৈরশাসকেরা মুক্তিযুদ্ধের বিভ্রান্তিকর ইতিহাস ছড়িয়েছে বলে মন্তব্য করেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।

রবিবার রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে শিখা চিরন্তনে মুক্তিযোদ্ধা সংসদের ৫০তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে এ অভিযোগ করেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী। এ সময় তিনি আরও বলেন, সোহরাওয়ার্দী উদ্যানকে মুক্তিযুদ্ধের তীর্থভূমি হিসেবে গড়ে তোলা হবে। যেন তরুণ প্রজন্ম ও পর্যটকরা যেন সংগ্রাম ও মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানতে পারে।সোহরাওয়ার্দী ও মুজিবনগরকে গড়ে তোলার জন্য দুটি মেগা প্রজেক্ট হাতে নেয়া হয়েছে, আর কাজ চলমান রয়েছে বলেও জানান আ ক ম মোজাম্মেল হক। মন্ত্রী বলেন, কিছুলোক জিয়াউর রহমানকে বঙ্গবন্ধুর প্রতিপক্ষ হিসেবে দাঁড় করিয়েছে। রণাঙ্গনের অনেক সাথীরা এখনও ভুল পথে আছে বলেও অভিযোগ করেন মন্ত্রী।২৬শে মার্চের মধ্যে মুক্তিযোদ্ধাদের সনদ ও ডিজিটাল আইডি কার্ড দেয়ার চেষ্টা করা হচ্ছে বলেও জানান মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী।