Search
Close this search box.

নিহত প্রকৌশলীর মরদেহ সংরক্ষণ রাশিয়ার সহায়তায় ইউক্রেনে বাংলাদেশি নাবিকদের উদ্ধার

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email

আন্তর্জাতিক সংবাদ:- ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযানে অলভিয়া বন্দরে আটকা পড়া বাংলাদেশি জাহাজ ‘বাংলার সমৃদ্ধি’ থেকে ২৮ নাবিকের উদ্ধার কার্যক্রম শেষ হয়েছে। এছাড়া, জাহাজের তৃতীয় প্রকৌশলী নিহত হাদিসুর রহমানের মরদেহ সংরক্ষণ করা হয়েছে।

বৃহস্পতিবার, বাংলাদেশ সময় সন্ধ্যায় এ উদ্ধার অভিযান শুরু হয়।অভিযানের বিষয়ে পোল্যান্ডে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত সুলতানা লায়লা জানান, আটকে পড়া নাবিকদের উদ্ধার করা হয়েছে। তবে তাদেরকে কোথায় নিয়ে যাওয়া হয়েছে এমন তথ্য পাওয়া যায়নি।এর আগে নাবিকদের নিরাপদ স্থানে সরিয়ে নিতে সায় দেয় বন্দর কর্তৃপক্ষ। দ্রুতই জাহাজের নাবিকদের জেটিতে নিয়ে নিরাপদে বাংকারে পৌঁছে দেয় তারা। পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম জানান, সবাইকে দ্রুততম সময়ের মধ্যে দেশে ফেরানোর চেষ্টা চলছে।মাসুদ বিন মোমেন জানান, ‘জীবিত ২৮ জন নাবিককে নিরাপদে সরিয়ে আনা এবং নিহত প্রকৌশলীর লাশ সরিয়ে আনার ক্ষেত্রে আমাদের সব ধরনের সহযোগিতা করেছে রুশ কর্তৃপক্ষ।’এর আগে বাংলাদেশ সময় বুধবার (২ মার্চ) রাত ৯টা ২৫ মিনিটে অলভিয়া বন্দরে অবস্থান করা বাংলাদেশি পতাকাবাহী জাহাজ বাংলার সমৃদ্ধিতে রকেট হামলা হয়। এতে জাহাজটিতে আগুন ধরে যায়। জাহাজে থাকা নাবিকরা সবাই মিলে আগুন নেভায়। হামলায় জাহাজটির থার্ড ইঞ্জিনিয়ার মোহাম্মাদ হাদিসুর রহমান আরিফ মারা যান।এর পরপরই জাহাজে থাকা নাবিকরা ভিডিও বার্তায় তাদের নিরাপদে উদ্ধারে আকুতি জানায়।রবিউল আলম নামে জাহাজের এক নাবিক ২৭ সেকেন্ডের একটি ভিডিওতে বলেন, আমি বাংলার সমৃদ্ধির সেকেন্ড ইঞ্জিনিয়ার। আমাদের জাহাজে রকেট হামলা হয়েছে। একজন অলরেডি ডেড। আমাদের পাওয়ার সাপ্লাই নেই। ইমার্জেন্সি জেনারেটরে পাওয়ার সাপ্লাই চলছে। আমরা মৃত্যুর মুখে সম্মুখীন। আমাদের এখনো উদ্ধার করা হয়নি। দয়া করে আপনারা আমাদের বাঁচান। আমরা সবাই আছি এখানে। দেখেন। আমাদের কোনো জায়গা থেকে সাহায্য আসেনি। আমাদের বাঁচান।ইউক্রেন যুদ্ধ শুরু হলে জাহাজটি আটকা পড়ে দেশটির অলিভিয়া বন্দরে। গত ২৩শে ফেব্রুয়ারি ইউক্রেনের অলভিয়া বন্দরে যায় ‘এমভি বাংলার সমৃদ্ধি’। সিরামিকের কাঁচামাল নিয়ে ইতালির র‍্যাভেনা বন্দরে যাওয়ার কথা ছিল জাহাজটির। জাহাজে দুজন নারীসহ বাংলাদেশের ২৯ জন নাবিক ছিল। বর্তমানে ২৮ জন নাবিক অক্ষত রয়েছেন। বন্দরটিতে বিভিন্ন দেশের আরও প্রায় ২০টি জাহাজ আটকে আছে বলে জানা গেছে।