সোহেল রানা গাজীপুর জেলা প্রতিনিধি:- গাজীপুরে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর প্রতিষ্ঠাবার্ষিকীতে ৪১তম জাতীয় সমাবেশ অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সের মাধ্যমে শুভেচ্ছা বক্তব্য দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আজ ( ১১ ফেব্রুয়ারি ) সকালে সফিপুরে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী একাডেমিতে প্যারেড পরিদর্শন করেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী টিকাদান কর্মসূচিতে আনসার সদস্যদের সম্পৃক্ত হয়ে জনগণকে উদ্বুদ্ধ করার আহ্বান জানান।
উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ. ক. ম মোজাম্মেল হক, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোস্তফা কামাল উদ্দিন, বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল মিজানুর রহমান শামীমসহ আরো অনেকে।
জাতীয় সমাবেশে প্রথম পুরস্কার স্বর্ণপদক পান ১শ’ ২ জন আনসার সদস্য।