এবার ঈদে বাসের অগ্রিম টিকিট বিক্রি হবে না

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

আসন্ন ঈদুল আযহা উপলক্ষে এবার বাসের অগ্রিম টিকিট বিক্রি না করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ বাস-ট্রাক মালিক সমিতি। সমিতির সভাপতি ও শ্যামলী পরিবহনের মালিক রমেশ চন্দ্র সোমবার গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।রমেশ চন্দ্র ঘোষ জানান, ১ জুনের পর থেকে যেভাবে সীমিত পরিসরে ও স্বাস্থ্যবিধি মেনে বাস চালানো হচ্ছে, ঈদের সময়ও সেভাবেই চলবে। টিকিট বিক্রি করা হবে যাত্রীদের চাহিদার পরিপ্রেক্ষিতে। সে অনুযায়ী বাসের সংখ্যা ও রুটও নির্ধারণ করবে সংশ্লিষ্ট পরিবহন কোম্পানিগুলো। ঈদ উপলক্ষে কোনো অগ্রিম টিকিট এবার বিক্রি হবে না।তিনি আরো জানান, বর্তমান সময়ের মতো ঈদেও বাসের অর্ধেক আসন ফাঁকা রাখা হবে। যাত্রী ও চালকদের বাধ্যতামূলকভাবে মাস্ক পরতে হবে।এর আগে সোমবার বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) কার্যালয়ে এ সম্পর্কিত একটি সভা অনুষ্ঠিত হয়। সভায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে যোগ দেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এ সময় তিনি বাস মালিকদের আসন্ন ঈদের সময় স্বাস্থ্যবিধি মেনে সেবা পরিচালনার অনুরোধ জানান।