অনলাইন ডেস্ক:- বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক টেড্রোস আধানম গেব্রিয়েসুস বলেছেন, ‘করোনা ভাইরাসের টিকা গণপণ্য হিসেবে সবার জন্য নিশ্চিত হলে সারা বিশ্বের অর্থনীতি পুনরুদ্ধারের গতি আরও বাড়বে
বৃহস্পতিবার (৬ আগস্ট) আসপেন সিকিউরিটি ফোরামের অনলাইন আলোচনায় তিনি জানান, ‘যুক্তরাষ্ট্র বিশ্ব স্বাস্থ্য সংস্থায় যে অনুদান প্রদান করেছে তাতে অনেক মানুষের প্রাণ বেঁচেছে। ট্রাম্প সরকারের সাথে স্বাস্থ্য সংস্থার মধ্যে অর্থ নিয়ে কোন বিরোধ নেই, জাতিসংঘের সাথে যুক্তরাষ্ট্রের সম্পর্কের উপর ভিত্তি করে মূলত এই বিরোধ।’
রাশিয়ার প্রস্তাবিত টিকার ব্যাপারে উক্ত আলোচনায় বিশ্ব স্বাস্থ্য সংস্থার জরুরি বিষয়ক পরিচালক মাইকেল রায়ানের কাছে বিষয়টি জানতে চাওয়া হয়।
এখন সব থেকে বেশি প্রয়োজন হচ্ছে যেকোন টিকাকে নিরাপদ ও কার্যকর নিশ্চিত করা। ‘হিউম্যান চ্যালেঞ্জ’ পদ্ধতির পরিবর্তে কর্তৃপক্ষের উচিত প্রচলিত ক্লিনিক্যাল ট্রায়ালের মাধ্যমে টিকার কার্যকারিতা নিশ্চিত করা।