বনি রাজশাহী জেলা প্রতিনিধি:- রাজশাহীর চারঘাটে শাপলা তুলতে গিয়ে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে ।
সোমবার বিকেলে উপজেলার রাওথা এলাকায় এ ঘটনা ঘটে নিহতরা হলো মাহবুবুর রহমানের ছেলে মাহিম (৭) ও শফিকুল হকের ছেলে রাহুল (৫) তারা দুই জনই উপজেলার রাওথা এলাকার বাসিন্দা । নিহতের পরিবার জানায়, শাপলার তোলা এক ধরনের নেশা ছিল , প্রতিদিনই বাড়ির লোকজনের চোখে ফাঁকি দিয়ে সে বিভিন্ন পুকুরে শাপলা তুলতে যেতো। সোমবার দুপুর থেকে সবার চোখ ফাঁকি দিয়ে সে শাপলা তুলতে যায়। কিছুক্ষণ পর খুজাখুজির পর খোঁজ পাওয়া যাচ্ছিল না । পরে জানা যায়, প্রতিবেশী শফিকুলের ছেলে রাহুল কে খুঁজে পাওয়া যাচ্ছে না একজন ব্যক্তি জানান, ঐ দুই জন শিশুকে ইসলামের পুকুরের দিকে যেতে দেখেছেন। কিছুক্ষণ পর দেখা যায় ওই পুকুর থেকে মৃতদেহ ভেসে উঠেছে ঐ দুই জন এর । পরে তাড়াতাড়ি করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার মৃত বলে ঘোষণা করে।