Search
Close this search box.

মাথায় সিলিং ফ্যান ভেঙে পড়ে আহত ডা. মুরাদ

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email

মানিক মিয়া স্টাফ রিপোর্টার:- মাথায় সিলিং ফ্যান ভেঙে পড়ে আহত হয়েছেন সাবেক তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান এমপি।

বৃহস্পতিবার রাতে জামালপুরের সরিষাবাড়ী উপজেলার দৌলতপুর গ্রামের নিজ বাড়িতে এ দুর্ঘটনার শিকার হন তিনি। তবে তার আঘাত শঙ্কাজনক নয় বলে জানিয়েছেন চিকিৎসকরা।সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (ভারপ্রাপ্ত) ডা. দেবাশীষ রাজবংশী জানান, রাত ৮টার দিকে দুর্ঘটনার খবর পেয়ে আমি তার বাড়িতে যাই।

ফ্যান পড়ে তার কপালের ডানদিকে কেটে গেছে। পরবর্তীতে তার কপালে ৩টি সেলাই দেয়া হয়েছে। তিনি শারীরিকভাবে স্ট্যাবল ছিলেন। তার আঘাত শঙ্কাজনক নয়। তিনি বাড়িতেই চিকিৎসাধীন অবস্থায় আছেন।