Search
Close this search box.

রাজধানীতে সেনা অভিযানে কিশোর গ্যাংয়ের ১১ জন গ্রেফতার

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email

মবিনুর রিমন ঢাকা:- রাজধানীর মোহাম্মদপুরের রায়েরবাজার এলাকায় কিশোর গ্যাং ও সন্ত্রাসীদের দৌরাত্ম্য বেড়ে যাওয়ায় ফের সেনাবাহিনীর বিশেষ অভিযান পরিচালিত হয়েছে।

অভিযানে ১০ মামলার আসামিসহ মোট ১১ জনকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয় দেশীয় অস্ত্র ও বিপুল পরিমাণ মাদকদ্রব্য।

সেনাবাহিনীর বসিলা ক্যাম্প সূত্র জানায়, বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) দিবাগত রাত ১২টা ৩০ মিনিট থেকে ভোর ৩টা পর্যন্ত রায়েরবাজারের ক্যান্সার গলি এলাকায় এ অভিযান পরিচালিত হয়। এর আগে একই এলাকায় ৪৮ ঘণ্টার ব্যবধানে এটি ছিল দ্বিতীয় ধারাবাহিক অভিযান।

অভিযানে গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছে রুবেল ওরফে সিটি রুবেল (৪০), যিনি বিভিন্ন থানায় দায়েরকৃত ১০টি মামলার আসামি। এছাড়া গ্রেফতার হওয়া অন্যরা হলেন— জয় (২২), কুদরত (২০), রতন (২২), মো. জয় হাসান (২২), সাহদুল (২৪), রাসেল (১৮), মো. আল-আমিন (২২), মো. বেলাল হোসেন (২৫), ফারুক (২৫) ও কাউসার (২৪)। এসময় কাছ থেকে ২টি দেশীয় ধারালো চাপাতি এবং ৪৮৪ পুরিয়া হেরোইন উদ্ধার করা হয়।

এ বিষয়ে ৪৬ স্বতন্ত্র পদাতিক ব্রিগেডের একজন দায়িত্বশীল কর্মকর্তা জানান, ‘রায়েরবাজার এলাকায় কিশোর গ্যাং ও সন্ত্রাসীদের কারণে দীর্ঘদিন ধরে সাধারণ মানুষ চরম ভোগান্তির শিকার হচ্ছিল। ধারাবাহিক অভিযানের ফলে স্থানীয় বাসিন্দারা স্বস্তি প্রকাশ করেছেন এবং সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন।

গ্রেফতারকৃত সকলকে পরবর্তী আইনগত ব্যবস্থার জন্য মোহাম্মদপুর থানায় হস্তান্তর করা হবে বলে জানানো হয়েছে। এছাড়াও সন্ত্রাসী, কিশোর গ্যাং ও চাঁদাবাজ সম্পর্কে কোন তথ্য থাকলে নিকটস্থ সেনাবাহিনী ক্যাম্পে জানানোর জন্য আহ্বান জানানো হয়েছে।