Search
Close this search box.

চৌগাছায় পুলিশের অভিযানে ৫৫ বোতল ফেনসিডিলউদ্ধার সহ গ্রেফতার

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email

শাহবুদ্দিন:- ডিবি যশোরের ফোর্সের সমন্বয়ে একটা চৌকস টিম চৌগাছা থানা এলাকায় অভিযান পরিচালনা করে চৌগাছা থানাধীন টেংগুরপুর গ্রামস্থ মেসার্স সর্দার ব্রীকস এর সামনে চৌগাছা টু মহেশপুর গামী পাকা রাস্তার উপর হতে আসামী ১। মোঃ রুবায়েত হাসনাত রোকন(২০), পিতা-মোঃ জহুরুল ইসলাম, মাতা-শামীমা বিলকিস, সাং-রাজাপুর, থানা-চৌগাছা, জেলা-যশোর বর্তমান পালবাড়ী কবরস্থান রোড আইয়ুব সাহেবের বাড়ীর ভাড়াটিয়া, থানা-কোতয়ালী, জেলা-যশোর কে ৫৫ বোতল ফেনসিডিল সহ গ্রেফতার করেন।

উদ্ধারকৃত আলামতের মূল্য অনুমান ১,৬৫.০০০/- টাকা এ সংক্রান্তে এসআই(নিঃ)/ মোঃ সোলায়মান আক্কাস বাদী হয়ে চৌগাছা থানায় এজাহার দায়ের করেন।