Search
Close this search box.

ককটেলসহ বিএনপির ৪ নেতাকর্মী আটক

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email

চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি:- চুয়াডাঙ্গা জেলা যুবদলের সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদকসহ বিএনপির চার নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।

এ সময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে পাঁচটি ককটেল।রোববার (৪ ডিসেম্বর) দুপুরে তাদের আদালতে তোলা হয়। এর আগে শনিবার (৩ ডিসেম্বর) রাতে জেলার বিভিন্নস্থান থেকে তাদেরকে আটক করা হয়।আটককৃতরা হলো- চুয়াডাঙ্গা জেলা যুবদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও আলমডাঙ্গার চিৎলা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল সালাম বিপ্লব, সদরের আলুকদিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান, আলুকদিয়া ইউনিয়ন বিএনপির গ্রাম বিষয়ক সম্পাদক আশাদুল ইসলাম ও চুয়াডাঙ্গা পৌর ছাত্রদলের সদস্য সচিব মাজেদুল ইসলাম মেহেদী।চুয়াডাঙ্গা জেলা বিএনপির সদস্য সচিব শরিফুজ্জামান শরীফ বলেন, শনিবার রাতে পুলিশ জেলা যুবদলের সিনিয়র যুগ্ম সম্পাদকসহ বিএনপির চার নেতাকর্মী আটক করেছে। থানাতে খোঁজ নিয়ে দেখেছি এদের নামে কোনো মামলা নেই।

তিনি আরও বলেন, আগামী ১০ ডিসেম্বর বিএনপি সমাবেশকে কেন্দ্র করে বিভিন্ন জেলা পর্যায়ে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃত্ব পর্যায়ে নেতাকর্মীদের আটক করা হচ্ছে। পুলিশ বাদী হয়ে গায়েবি মামলা দেওয়ার চেষ্টা করছে বলে শুনছি।এ বিষয়ে চুয়াডাঙ্গা পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন বলেন, চলমান বিশেষ অভিযানের অংশ হিসেবে জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে নাশকতার পরিকল্পনাকালে বিএনপি ও এর অঙ্গসংগঠনের চার নেতাকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে পাঁচটি ককটেল উদ্ধার করা হয়।