তৌহিদ আহমেদ টিটু মেহেরপুর জেলা প্রতিনিধি:- মেহেরপুরের মুজিবনগর সীমান্ত দিয়ে শিশুসহ একই পরিবারের ৪ জনকে বিজিবির কাছে হস্তান্তর করেছে বিএসএফ।
শুক্রবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে সীমান্তের আন্তর্জাতিক সীমানা পিলার ১০৫ নং এলাকায় পতাকা বৈঠকের মাধ্যমে তাদের ফিরিয়ে আনা হয়।
পরিবারটির একজন সদস্য জানান, ২০২২ সালের অক্টোবরে যশোরের বেনাপোল সীমান্ত দিয়ে দালালের মাধ্যমে ভারতে যান তারা। দেশটিতে রাজমিস্ত্রির কাজ করতেন। গত কয়েকদিন আগে ভারতীয় পুলিশ তাদের আটক করে বিএসএফর কাছে হস্তান্তর করে।
বিজিবি মুজিবনগর কোম্পানী কমান্ডার সুবেদার আবুল বাশার জানান, ভারতের হৃদয়পুর বিএসএফ ক্যাম্পের ইন্সেপেক্টর ধর্মেন্দর কুমার পান্ডের সঙ্গে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
এই বৈঠকের মাধ্যমে ৪ বাংলাদেশিকে ক্যাম্পে নিয়ে আসা হয়। পরিচয় নিশ্চিত হওয়ার পর তাদের পরিবারের জিম্মায় দেয়া হবে।





