রবিউল ইসলাম শেরপুর জেলা প্রতিনিধি:- শেরপুরের নালিতাবাড়ীতে ছেলের মুগুরের আঘাতে মা নিহত হয়েছেন।আজ মঙ্গলবার সকালে উপজেলার সীমান্তবর্তী পানিহাতা গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত জহুরা খাতুন পূর্বপাড়া গ্রামের সাহের উদ্দিনের স্ত্রী।পুলিশ জানায়, সাহের উদ্দিনের প্রথম সন্তান জহুরুল ইসলাম ও তার মা জহুরার পারিবারিক বিষয় নিয়ে কথা কাটাকাটি হয়।
একপর্যায়ে মা ছেলেকে শাসন করতে চাইলে ছেলে জহুরুল ক্ষিপ্ত হয়ে হাতের কাছে থাকা কাঠের মুগুর দিয়ে তার মায়ের মাথায় আঘাত করে। এতে মাথা ফেটে ঘটনাস্থলেই প্রাণ হারায় তার মা। তবে এসময় বাড়িতে কেউ ছিল না।
ফলে মায়ের মৃত্যু দেখে ছেলে জহুরুল দৌড়ে পালিয়ে যায়।পরে অভিযুক্ত ছেলেকে পার্শ্ববর্তী হালুয়াঘাট উপজেলার বারালিয়াকোনা গ্রামের তার ভগ্নিপতির বাড়ি থেকে আটক করে পুলিশ। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে বলে জানায় পুলিশ।





