Search
Close this search box.

শেরপুরে ভটভটি উল্টে দুই ভাই নিহত

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email

রবিউল ইসলাম:- শেরপুরের নকলার গড়েরগাঁও মোড়ে নিয়ন্ত্রণ হারিয়ে ভটভটি উল্টে দুই ভাই নিহত ও চালক আহত হয়েছেন।মঙ্গলবার রাত আটটার দিকে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন, ময়মনসিংহ জেলার তারাকান্দার পিপড়াকান্দা গ্রামের মৃত ওমেদ আলীর দুই ছেলে হারেজ আলী (৬০) ও শামছুল হক (৫৪)।প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, শেরপুরের নালিতাবাড়িতে গরু বিক্রি করে মঙ্গলবার রাত আটটার দিকে ভটভটিতে ময়মনসিংহের তারাকান্দার উদ্দেশ্যে রওনা হন দুই ভাই। পথে নকলার গড়েরগাঁও মোড়ে নিয়ন্ত্রণ হারিয়ে ভটভটিটি উল্টে যায়।

এ সময় ভটভটিতে থাকা চালক বাবুল মিয়া, যাত্রী হারেজ আলী (৬০) ও শামছুল হক (৫৪) গুরুতর আহত হন।আহতদের নকলা হাসপাতালে নিয়ে গেলে আশঙ্কাজনক অবস্থায় তাদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করলে সেখানে নিয়ে যাওয়ার পথে তারাকান্দা এলাকায় দুই ভাইয়ের মৃত্যু হয়। ভটভটিচালক ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুশফিকুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।