Search
Close this search box.

ভারতের শিলংয়ের এর ইন্টারনেট জুয়া! তীরশিলং এখন ঢাকায়

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email

ডা.ওসমান সিলেট জেলা প্রতিনিধি:- সিলেট নেত্রকোনা হয়ে এখন জুয়া ছড়িয়েছে রাজধানীতে 8 লাখ টাকায় লাভ 80 হাজার টাকা টার্গেট নিম্নআয়ের মানুষ

অনলাইন জুয়া তীর শিলং সিলেট নেত্রকোনা হয়ে এখন রাজধানী ঢাকায়। ভারতের শিলংয়ে চালু হয় ইন্টারনেট, জুয়ায় তীর শিলং । এ ছড়িয়ে পড়েছে নানা শ্রেণি-পেশার মানুষ। এক টাকায় লাভ ৮০ টাকা । পুঁজি কম তাদের মূল টার্গেট করেছে সাধারণ খেটে খাওয়া মানুষ গুলো কে। যা দিয়ে এজেন্টা হাতিয়ে নিচ্ছে কোটি কোটি টাকা । এই খেলার উৎপত্তি ভারতের শিলং এ । খেলার সরঞ্জাম তীর তাই এই খেলার নাম তীর । তাই তীরশিলং খেলা হয় , অনলাইনে ওয়েব সাইট টির তীরটুডে ডটকম।১৯৯০ সালের সিলেটের সীমান্তবর্তী এলাকা ভারতের শিলং , গুহাটিতে চালু হয় খেলাটা , তারপর সীমান্ত পেরিয়ে সিলেটের কিছু এলাকায় শুরু হয় এই খেলা। ছড়িয়ে পড়ে বিভিন্ন প্রান্তে , সেখান থেকে নেত্রকোনা জেলা হয়ে এখন রাজধানী ঢাকার কাছে এই খেলা । ১ থেকে ৯৯ নং কেনা লাগে বিভিন্ন দামে। আর ঐ লটারি বাঁদলে তিনি পাবেন ৮০ গুন । দিনে দুইবার ড্র হয়। প্রথমে বিকেল চারটা , আর দ্বিতীয় রাত দশটায় । তীর শিলং খেলোয়াড়রা টাকা পাঠান সেখান থেকে সিলেটের জাফলং এ সেখান থেকে উদ্ধার করে প্রতিদিন কয়েক লক্ষ টাকা লেনদেনের তথ্য পাওয়া যায়।বলে জানিয়েছেন উপ-পুলিশ কমিশনার মোসাদ্দেক হোসেন তিনি আরো বলেন প্রায়দেড় লাখ টাকার মতো লেনদেন হয় প্রতি দিন।মাসে ৩০ থেকে ৪০ লাখ টাকা আয় করার মাধ্যমে এ টাকা ভারতে পাচার হচ্ছে কিনা সেটা আরো গভীরভাবে অনুসন্ধান করা হচ্ছে। আর সিলেট থেকে হুন্ডির মাধ্যমে টাকা ভারতে যায় কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে বলে তিনি জানান।